Saturday, March 7, 2015

অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে। আমি জানি এমন টা খুব বেশিদিন থাকবে না। আমার গতিপথ একদিন বদলাবে। ঈশ্বর মানুষকে এক অবস্থায় সবদিন রাখেন না।  তবে এই দিনগুলাওর কথা আমার খুব মনে থাকবে। এই দিনে এক সময়ের খুব কাছে থাকার ভান ধরে যেসব মানুষগুলো আমার হাত ছেড়ে দিয়েছে তাদের কথাও আমার মনে থাকবে। আর যারা আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা করে আমার হাতটাকে আরও শক্ত করে ধরে রেখেছে, আমাকে উতসাহিত করেছে তাদেরকেও মনে থাকবে।

No comments:

Post a Comment