Friday, October 14, 2016

why it's always me ??? I had never been experienced things like this. I know she won't be back. Even I don't want her to be back though. But still I wait for her. do i love her ? I doubt that. If I did, why did i let her go. Did I ? No . She did it herself. I liked Antora once. But I don't feel anything for her now. 

Tuesday, March 24, 2015

জানি না । বুঝি না , কিছুই বুঝি না। আমিই মনে হয় সবার অযোগ্য। আমি কাউকে ভালবাসতে পারিনা। খুব চেয়েছিলাম শান্তা কে ধরে রাখতে। খুব শক্ত করেই । কিন্তু কখনওই ওকে সেটা বুঝতে দিতে চাইনি। আমি ওকে আমার মত করেই ভালবাসতাম। মেয়েরা নাকি যদি একবার বুঝে ফেলে কোন ছেলে তাকে খুব বেশি ভালবাসে তবে সে নাকি তাকে বোকা বানাতে পছন্দ করে, ঘোরাতে পছন্দ করে। শান্তা কি কোনভাবে বুঝে ফেলেছিল যে আমি ওকে অনেক ভালবাসি। হয়ত বা ভুলটা আমারই। আমিই ওকে বুঝিনি। শুধু তো ফেসবুকের একটা পাসওয়ার্ড ই চেয়েছিল। আর তো কিছু না। আমি প্রথমবারেই ওকে সেটা দিয়ে দিতে পারতাম। কেন দিলাম না। ওকে ভালবাসি না তাই ? আমার তা মনে হয় না। আমি বলেছিলাম ফেসবুকে কি আছে না আছে আমি ওকে সব ই দেখাবো, আমি ওকে ওর ফোনে লগিন করে দিব দেন ও বাসায় নিয়ে গিয়ে সারাদিন দেখুক । কিন্তু ও শোনেনি কথা। ও পাসওয়ার্ড চায়। তবুও ওকে আমি সেটাই দিলাম। তাতেও ওর মন ভরল না । ও বলে এখন নাকি ওর সেটা দরকার নেই। যখন চেয়েছিল তখন কেন দিলাম না। তখন আমি অনেক রেগে গিয়েছিলাম। অনেক বেশি। খুব আজেবাজে কিছু বকা ঝকাও করেছি। এরপর থেকেই ও আর কথা বলেনা আমার সাথে। অনেক বোঝাতেও চেয়েছি। ও আমার ফোন ধরেনি। টেক্সট এর রিপ্লাই দেয়নি। আর আমিও বা আর কোন মুখে গিয়ে দাড়াবো ওর সামনে ? আমি যেসব বকা দিয়েছি ও কখনও কল্পনাও করেনি আমি কখনও ওকে এসব বলব। আমি নিজেও কি ভেবেছি। ভাবিনি। তবুও ওর জেদের কারণেই ওকে এভাবে বকতে হয়েছে। কতদিন তো হয়ে গেল, আমি ভেবছি ওকে আমি ভুলতে পারব। কই পারছি না কেন ? এমন তো কতবারই তো হোলও আমার। এমন তো না যে এটাই অরথম। কিন্তু তারপরও ব্যাপারটা কেমন যেন। এখনও প্রপ্তিদিন ফেসবুকে গিয়ে ওর প্রোফাইলের সামনে বসে থাকি, ওর ছবি দেখি, ওর স্ট্যাটাস দেখি। কি করছে ও। কেমন আছে ও ? 

এর মধ্যে যে নতুন কোন মেয়ে আসেনি তাও না। কারও সাথে কথা বলতে ভাল লাগে না। কথা বলতে গেলেই ওর কথা মনে হয়। আরে এই কথাগুলো আমি আমার শান্তার সাথে বলতাম। এই মেয়ের সাথে কেন বলছি ? তখন আর কোন কথা বলতে পারিনা। কেমন বোরিং মনে হয় তখন ওদেরকে। কেন এমন হচ্ছে আমার  সাথে ? 

হ্যা ওকে ভালবাসি একথা সত্য। কিন্তু আমিও যাবনা এবার আর ওকে ফিরিয়ে আনতে। আমার ভালবাসা আমার কাছেই থাক। ও ভাল থাকুক। আমি দূর থেকেই দেখি। 

Saturday, March 7, 2015

অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে। আমি জানি এমন টা খুব বেশিদিন থাকবে না। আমার গতিপথ একদিন বদলাবে। ঈশ্বর মানুষকে এক অবস্থায় সবদিন রাখেন না।  তবে এই দিনগুলাওর কথা আমার খুব মনে থাকবে। এই দিনে এক সময়ের খুব কাছে থাকার ভান ধরে যেসব মানুষগুলো আমার হাত ছেড়ে দিয়েছে তাদের কথাও আমার মনে থাকবে। আর যারা আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা করে আমার হাতটাকে আরও শক্ত করে ধরে রেখেছে, আমাকে উতসাহিত করেছে তাদেরকেও মনে থাকবে।

Thursday, August 7, 2014

heart_broken

she was just like a gust of wind in my life. she taught me how to love, she taught me how to live, she taught me how to have fun.... she taught me  the meaning of love. she changed me by my inner or outer part...it was not me before i met her. i lerant to walk along a road even in a midnight. she ocupied me with my  heart and soul....

and after doing everything  suddenly she disappeared with my heart leaving no trace...we were just a breath apart and now we are  million years. 

I know where to find you and take my heart back. But i won't do that. my heart has the highest safety with you. please keep it safe.

Wednesday, July 23, 2014

about 22

um going to be 22 by coming 13th. by 22 Ghandi had two kids. Mozart had 33 symphony. and i am not just a university graduate. i have no money either. i created nothing...they had done a lot of things to surprise the world and i even did nothing to surprise my girlfriend yet. one of my friend is recruited as a co director of an upcoming movie...if you look at him you wild say that he is nothing... how the hell did he manage it..? and if you look at me you would be much frustated.. yo might say you should do something man...talent is everywhere in your body. they are glittering in your eyes...they re forcibly coming from your face, from your expression. But the real thing is I am a fake..and a good faker... I fake everybody. People around me think um a by born genius but actually in my mind or brain um nothing. but in case of my film director friend he has got some talent inside... but he rarely shows it. but what you have something you shoe more even multiple times than that... and that's certainly me....

Sometimes I fake myself either. I tell myself , hey dude you are genius.. do something. Then I sit to make plans. A true story you should know is I am a good planner... and idea gets trapped very easily in my brain. I make ideas, I make plans...and then with a over excitement I make too much plans. Then according to the universal rule I can finish nothing and most of the time i even can not start.

Tuesday, July 22, 2014

Random

it was just one and a half week together... that all it took for me to fall in love with you. One weeks together and  we are now million years apart. i know we will never meet again. my life was never like this before i met you.  One and a half week just like the best time in my life. I was never happy before in my life like this course of time. You were really awsome. I will never I repeat will never forget you for rest of my life...If you ever come back and call me  again O won't refuse. I will always be there when you need me. Just call me once and I will be in rush to reach you.

Saturday, July 12, 2014

ধুর এমন কেন সব। সব মেয়েগুলোই কেন এমন ? আর বেছে বেছে কেন জানি সবসময় আমার এমন মেয়েগুলোর সাথেই দেখা হয়। একটা মেয়ে একটু টমবয় টাইপের একটু রাফ টাইপের হলে প্রবলেম কোথায়। কেন একটা মেয়ে এমন হয়না যে ভরা পূর্ণিমার রাতে আমাকে ফোন করে বলবে আজ সারারত একটুও ঘুমানো যাবেনা, আজ জোসস্নান করব। কেন হয়না কোন মেয়ে একটু পাগলী টাইপের যে মাঝরাতে হুট করে বাসা থেকে বের হয়ে এসে বলবে চল আজ নান্নার বিরানি খাব। খুব ক্ষিধা লেগেছে। খাওয়ার পর বিল দেয়া নিয়ে কোন মেয়ে একটু ঝগড়া করতে পারেনা ? সবসময় আমাকেই কেন বিল দিতে হবে । ঠিক আছে বিল না হয় আমি ই দিলাম কিন্তু সে একটু ছলনা করেও ও তো সেটা বোঝাতে পারে। সে বললে পারে আমার কাছে ভাঙ্গতি নেই, তুমি দাও। আমি বলব ভাংতি আমি করে দিচ্ছি। সে এটাতে হেরে গিয়ে আমাকে আরও কোন বড় ধরা খাওয়ানোর জন্যে ফাদ পাতবে। আমি যখন সেটাতে আটকে যাব তখন সেই আবার আমাকে সেখান থেকে টেনে তুলে বিজয়ীর হাসি দেবে। আমি যদি মাঝরাতে গিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকি সে নেমে এসে বলতে পারেনা চল সিদ্দিকের চা খেয়ে আসি ? কেন কেউ একবারও বলেনা চল আজকে ঘুরতে যাব। আমি জিজ্ঞাসা করব কোথায় ? যেখানে ইচ্ছা সেখানে। যতক্ষণ গাড়ির তেল থাকবে ততক্ষণ আমরা ছুটব। যখন গাড়ি থেমে যাবে তখন একটা পাবলিক বাস ধরে বাসায় ফিরে আসব , আর কাউকে পাঠিয়ে গাড়িটা নিয়ে আসব। আমি বলব পাগল হয়ে গেছ। সে বলব আমি পাগল হয়েছি। এবার তোমাকেও হতে হবে।চল এবার পগলের সাথে। নদীর ধারে দাঁড়িয়ে সে বলবে আজ কবিতা বিলাস। তুমি আমাকে নিয়ে কবিতা লিখবে আর আমি তোমাকে পড়ে শোনাব। রিকশায় করে যাওয়ার পথে যখন ঝুম বৃষ্টি নামবে , যখন গুটিসুটি হয়ে আমরা দুজন রিকশার হুডের নিচে লুকাব তখন যদি আমি রিকশার হুড খুলে দিয়ে বৃষ্টিকে উম্মুক্ত করে দেই কেন সে খুশিতে আত্মহারা হয়না। মেয়েগুলো কেন এতে বিরক্ত হয় ? কেন শুধু ডেটে গেলেই সারাক্ষণ চিপাচাপায়, রিকশার হুডের নিচে গুটিসুটি হয়ে থাকতে হবে। কেন শুধু সারাক্ষণ ই তার কানের কাছে আই লাভ ইউ বলে প্যান প্যান করতে হবে। এটা বলা ছাড়া কি আর কোন ভাবে ভালবাসা প্রকাশ করা যায়না ? আমি তো শুধু কোন একটা শরীর চাইনি। আমি সবসময় চাইতাম এমন কাউকে যে কিনা আমার খুব বড় বন্ধু হবে, খুব প্রিয় প্রতিযোগী হবে। শুধু দুঃখ একটাই, আমার কখনো এমন কারও সাথে দেখা হয়না। আমি জানিনা কোন মেয়ে এমন হয় কিনা। আমাদের সমাজের মেয়েগুলোর ছোটবেলা থেকে খুব জোর প্রচেষ্টায় থাকে তারা যেন একজন খুব ভাল মেয়ে হয়ে ঊঠতে পারে। তারা কখনো মানুষ হতে চায়না, তারা মেয়ে হতে চায়। এজন্যেই হয়তোবা আমি যাদের দেখেছি তারা সবাই একেকজন মেয়ে। কেউই মানুষ নয়।